বিনোদন বিভাগে ফিরে যান

সলমন খানের ওপর প্রাণঘাতী হামলা, অল্পের জন্য বাঁচলেন অভিনেতা

June 10, 2022 | < 1 min read

দিনেদুপুরে অভিনেতা সলমন খানের ওপর প্রাণঘাতী হামলা, খাস মুম্বইয়ের বুকে। অভিনেতার বাসভবনের বাইরে তাঁর ওপর হামলা চালায় এক আততায়ী ‘শার্পশ্যুটার’। অল্পের জন্য রক্ষা পান বলিউড অভিনেতা। এমনই চাঞ্চল্যকর দাবি করেছে একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেল।

চ্যানেলের দাবি, বলিউড সুপারস্টার সলমন খানকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সিধু মুসেওয়ালার হত্যার তদন্ত চলাকালীন এই চিত্তাকর্ষক তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গেছে, একজন ‘শার্পশ্যুটার’ বেশ কিছুদিন ধরেই সলমন খানের বাসভবনের বাইরে তাঁকে হত্যা করার অভিপ্রায়ে অপেক্ষা করছিল। এর মধ্যেই একদিন তাঁর ওপর হামলা চালানো হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন অভিনেতা।

চ্যানেলের দাবি, সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে সন্দেহভাজন লরেন্স বিষ্ণোই সলমন খানকে হত্যা করার জন্য এই ‘শার্পশ্যুটার’ পাঠিয়েছিল। একটি হকি কেসিংয়ে লুকানো ছোট বোরের অস্ত্র ছিল তার কাছে। জানা গিয়েছে, সলমন রোজ প্রাতঃভ্রমণ করতে বেরোতেন নিরাপত্তারক্ষী ছাড়াই। সেই সময়ই তাঁকে হত্যা করার ছক কষা হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bollywood, #Salman Khan, #Lawrence Bishnoi, #Salman Khan death threat

আরো দেখুন