খেলা বিভাগে ফিরে যান

ঝাড়খণ্ডকে কার্যত উড়িয়ে রঞ্জি সেমিফাইনালে বাংলা

June 10, 2022 | < 1 min read

ঝাড়খণ্ডকে কার্যত উড়িয়ে দিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছল বাংলা। ঝাড়খণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন মনোজ তিওয়ারি। তাঁর ইনিংস সাজানো ছিল ২টি ছক্কা এবং ১৯টি বাউন্ডারি দিয়ে। প্রথম ইনিংসে অনেকেই তাঁর মন্থর ইনিংস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে যোগ্য জবাব দিলেন মন্ত্রী মনোজ।

রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। মন্ত্রী হিসেবে চূড়ান্ত ব্যস্ত তিনি। কিন্তু ২২ গজের প্রতি দায়িত্ব এতটুকুও কমেনি। তারই প্রমাণ পাওয়া যাচ্ছে রনজি ট্রফির ম্যাচে। প্রথম ইনিংসে ৭৩ রান করে আউট হয়েছিলেন মনোজ। বুঝিয়ে দিলেন, রাজনীতিতে এলেও ক্রিকেটের প্রতি ভালবাসা, দায়িত্ব এতটুকুও কমেনি।

হাঁটুর চোট সারিয়ে বাংলা দলে কামব্যাক করেছিলেন মনোজ। তবে গ্রুপ পর্বে রান করতে পারছিলেন না তিনি। এবার রানের খরা কাটিয়ে দুরন্ত ছন্দে ধরা দিলেন নকআউট পর্যায়ে। এদিনের সেঞ্চুরির পর প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮টি সেঞ্চুরির মালিক হয়ে গেলেন মনোজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#bangla, #Ranji Trophy, #Ranji Trophy 2022

আরো দেখুন