খেলা বিভাগে ফিরে যান

হাঁটুতে চোটে পেয়ে কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন মেরি কম

June 11, 2022 | < 1 min read

গুরুতর চোট পেয়ে কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন মেরি কম। শুক্রবার দিল্লিতে ট্রায়ালে যোগ দিয়েছিলেন মেরি কম। ৪৮ কেজি বিভাগে হরিয়ানার নীতুর বিরুদ্ধে রিংয়ে নেমেছিলেন মেরি। প্রথম রাউন্ডেই হাঁটুতে গুরুতর চোট পান। সঙ্গে সঙ্গে রংয়েই লুটিয়ে পড়েন তিনি। চিকিৎসকরা ছুটে আসেন। প্রথমিক চিকিৎসার পর পায়ে ব্যান্ডেজ বেঁধে আবার নেমেছিলেন। কিন্তু আর এগোতে পারেন নি। যন্ত্রণায় কাতরাতে থাকেন মণিপুরী এই বক্সার। বাঁ পা চেপে ধরে রিংয়ের মধ্যেই বসে পড়েত তিনি। রিং থেকে নিজে হেঁটে ফিরতে পারছিলেন না তিনি। তাঁকে কোলে তুলে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর ভারতীয় বক্সিং সংস্থা একটি বিবৃতিতে জানায়, মেরি কমের চোট গুরুতর। কমনওয়েলথে আর তিনি অংশগ্রহণ করতে পারবেন না।


সম্ভবত এবার জীবনের শেষ কমনওয়েলথ গেমসে খেলতে নামতেন মেরি কম। দীর্ঘদিন ধরে তার জন্য নিজেকে প্রস্তুত করছিলেন তিনি। তার জন্য বিশ্বচ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসকে পরিত্যাগ করেছিলেন তিনি। শুধুমাত্র কমনওয়েলথ গেমসকে ফোকাস করার জন্য এই দুটো বড় টুর্নামেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু ভাগ্যের পরিহাসে এত সতর্কতার পরেও চোট পেয়ে তাঁকে ছিটকে যেতে হল কমনওয়েলথ গেম থেকে। গতবার কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে সোনা জিতেছিলেন মিরি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mary Kom

আরো দেখুন