দেশ বিভাগে ফিরে যান

বিজেপি নেত্রী নুপুরের মন্তব্যের জের, রাজ্যগুলিকে সতর্কবার্তা অমিত শাহের দপ্তরের

June 11, 2022 | < 1 min read

বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে দিল্লি, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে বাংলা সর্বত্র প্রতিবাদ আন্দোলনে পথে নেমেছে আন্দোলনকারীরা। ভয়াবহ এই পরিস্থিতি সামাল দিতে এবার রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের পুলিশ প্রধানদের সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পুলিশ কর্তাদের নিশানা করা হতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকায় জানিয়েছে। ফলে রাজ্যের পুলিশকে সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘‘পরিকল্পিতভাবে দেশের শান্তি নষ্টের চেষ্টা চলছে। যে কোনওরকম পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে প্রস্তুত রাখতে হবে আধাসেনাকে। শান্তিশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে পুলিশ মোতায়েন করা যেতে পারে।’’ এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন কোনও উস্কানিমূলক পোস্ট নজরে পড়লে দ্রুত অভিযুক্তকে চিহ্নিত করে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হচ্ছে। এছাড়াও সীমান্ত সংলগ্ন এলাকায় কড়া নজরদারির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nupur Sharma, #Amit shah, #Violence

আরো দেখুন