দেশ বিভাগে ফিরে যান

রাষ্ট্রসঙ্ঘ দিল স্বীকৃতি, এবার থেকে প্রচারের জন্য ব্যবহৃত হবে বাংলা ভাষাও

June 12, 2022 | < 1 min read

এবার থেকে রাষ্ট্রসঙ্ঘে প্রচারের জন্য ব্যবহৃত হবে বাংলা ভাষা। এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে রাষ্ট্রসঙ্ঘের ৭৬তম সাধারণ অধিবেশনে। সেই প্রস্তাবে বেসরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেল বাংলা, হিন্দি এবং উর্দু। টুইটারে একথা জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি।

রাষ্ট্রসঙ্ঘের দৈনন্দিন কাজের জন্য মোট ছ’টি ভাষাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেগুলি হল, আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্প্যানিশ। বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর মানুষের কাছে নিজেদের কর্মকাণ্ডের কথা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে বহুভাষাবাদের পক্ষে প্রস্তাবনা আনে দু’টি দেশ, অ্যান্ডোরা এবং কলম্বিয়া। তাতে সমর্থন জানায় ভারত সহ ৮০টি দেশ।

এই প্রস্তাবনা পাশের পর এখন থেকে সরকারি ছ’টি ভাষার পাশাপাশি বেসরকারি ভাষা হিসেবে বাংলা, হিন্দি, উর্দু ভাষাতেও রাষ্ট্রসঙ্ঘের বার্তা পাওয়া যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bengali language, #United Nations

আরো দেখুন