ধোপে টিকল না অভিযোগ, মার্কিন আদালতে ধর্ষণের দায় থেকে মুক্ত রোনাল্ডো

৩ লক্ষ ৭৫ হাজার ডলারে রফা করতে চেয়েছিলেন তিনি। মায়োরগার বক্তব্য অনুযায়ী, এর পর তিনি প্রচণ্ড ভেঙে পড়েন, যার ফলে আর আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারেননি এবং এত বছর পরে মামলা করেন।

June 12, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ক্রিস্টিয়ানো রোনাল্ডো, GETTY IMAGES

বিরাট স্বস্তি পেলেন পর্তুগালের তারকা ফুটবলার। ১৩ বছর পুরোনো একটি ধর্ষণের মামলায় রেহাই পেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্যাথরিন মায়োরগা নামে এক মহিলা রোনাল্ডোর বিরুদ্ধে এই মামলা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ২০০৯ সালে আমেরিকার লাস ভেগাসের একটি হোটেলের ঘরে রোনাল্ডো তাঁকে ধর্ষণ করেছিলেন।

১৩ বছর আগের সেই ‘ধর্ষণের অভিযোগ খারিজ করে দিল লাস ভেগাসের আদালত। শুধু তাই নয়, ৪২ পাতার রায়ে বিচারপতি তীব্র ভর্ৎসনা করেছেন অভিযোগকারীনীর আইনজীবীদের। আদালতের বক্তব্য, অভিযোগকারী মায়োরগার আইনজীবীরা ইচ্ছাকৃত ভাবে বিভ্রান্তি তৈরি করেছেন।

২০০৯ সালে এই ঘটনার পর অভিযোগকারিণী প্রথমে রোনাল্ডোর সঙ্গে সমঝোতা করতে চেয়েছিলেন। ৩ লক্ষ ৭৫ হাজার ডলারে রফা করতে চেয়েছিলেন তিনি। মায়োরগার বক্তব্য অনুযায়ী, এর পর তিনি প্রচণ্ড ভেঙে পড়েন, যার ফলে আর আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারেননি এবং এত বছর পরে মামলা করেন।

আদালতে মায়োরগার যুক্তি ধোপে টিকলনা। মামলা খারিজ করে দিল আদালত। পাশাপাশি, বিচারপতি তীব্র ভর্ৎসনা করলেন অভিযোগকারীর আইনজীবীদেরও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen