উদ্বেগ বাড়িয়ে বৃদ্ধি পেল রাজ্যের সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা
এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.৯১ শতাংশ
June 12, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ১২৩ জন। গত ২৪ ঘন্টায় সামান্য কমলেও উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণের এই ঊর্ধ্বমুখী গ্রাফ। শনিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ২০ হাজার ২৯৬। মৃত্যুহার ১.০৫ শতাংশ।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৫ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯৮ হাজার ৩৬০ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.৯১ শতাংশ।
একদিনে ৭ হাজার ৬৯৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ১.৬০ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ৩৫ হাজার ৭৮৩ ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ৩১ লক্ষ ৩০ হাজার ৩৪১ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।