টানা ৩ দিন দেশের করোনা সংক্রমণ ৮ হাজার পার, সক্রিয় কেস ০.১১ শতাংশ

বর্তমানে ৪ কোটি ২৬ লক্ষ ৫৭ হাজার ৩৩৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। দেশে করোনার অ্যাকটিভ কেস ৪৭ হাজার ৯৯৫ জন, অ্য়াকটিভ কেসের হার বেড়ে হয়েছে ০.১১ শতাংশ।

June 13, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিগত তিন দিন ধরে দেশের করোনা সংক্রমণ রইল ৮ হাজারের ওপরেই। এই নিয়ে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে দেশজুড়ে। সোমবার সামান্য কমেছে দেশের করোনা সংক্রমণ। কিন্তু সেই অনুপাতে বাড়ছে অ্যাকটিভ কেস, বাড়ছে পজিটিভিটি রেটও।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ০৮৪ জন। যা আগের দিনের থেকে প্রায় ১০০০ বেশি। বর্তমানে ৪ কোটি ২৬ লক্ষ ৫৭ হাজার ৩৩৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। দেশে করোনার অ্যাকটিভ কেস ৪৭ হাজার ৯৯৫ জন, অ্য়াকটিভ কেসের হার বেড়ে হয়েছে ০.১১ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১০ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৭১ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৬৮ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ১৯৫ কোটি ১৯ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১১.৭৭ লক্ষের বেশি মানুষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen