রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হবেন মুখ্যমন্ত্রী, বিল পাশ বিধানসভায়

June 13, 2022 | < 1 min read

রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য করার বিল পাশ হল রাজ্য বিধানসভায়। সোমবার ১৮৩-৪০ ভোটের ব্যবধানে এই বিল পাশ হয় বিধানসভায়।

এতদিন রাজ্যপালই ছিলেন রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য। সম্প্রতি সেই পুরনো নিয়ম বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য করার প্রস্তাব পেশ করে মন্ত্রিসভার একটি কমিটি। এরপর প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদিত হহয়। আর আজ সেই বিল বিধানসভায় পাশ হল। এবার ওই বিল যাবে রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য।

সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে রাজ্যপালকে সরানোর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ‘ভিজিটর’ পদ থেকেও রাজ্যপালকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। রাজ্যপালের পরিবর্তে ভিজিটর হবেন শিক্ষামন্ত্রী। এই বিষয়েও বিধানসভায় বিল পেশ করতে পারে সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Legislative Assembly, #Mamata Banerjee, #tmc

আরো দেখুন