রাজ্য বিভাগে ফিরে যান

সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে খবরের চ্যানেলগুলোকে সতর্ক রাজ্যের

June 13, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: digitalIndiastudio.com

সাম্প্রতিক বেশ কিছু ঘটনা সম্প্রচারের পরিপ্রেক্ষিতে টিভি চ্যানেলগুলিকে সতর্ক করল রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের জারি করা এক নির্দেশিকা উল্লখ করে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে সোমবার জানানো হয়েছে, বেশ কয়েকটি স্যাটেলাইট চ্যানেলে এমন কিছু সংবাদ এবং ঘটনা সম্প্রচারিত হচ্ছে, যেগুল বিভ্রান্তিকর, স্পর্শকাতর এবং সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট। কেবল তাই নয়, ওই সব চ্যানেলগুলিতে এমন সব বিতর্কসভার আয়োজন করা হচ্ছে, যেখানে উত্তেজনাপ্রবণ, সাম্প্রদায়িক, অংসসদীয় কথাবার্তা অনায়াসে বলা হচ্ছে।

রাজ্য সরকার মনে করছে, চ্যানেলগুলি এই ধরনের অনুষ্ঠান সম্প্রচারিত করায় রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে, রাজ্যের শান্তি বিঘ্নিত হচ্ছে। ফলে চ্যানেলগুলিকে এই ধরনের খবর বা অনুষ্ঠান সম্প্রচার করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #media, #News Channel, #Newsroom

আরো দেখুন