দেশ বিভাগে ফিরে যান

টাকার মূল্য, মূল্যবৃদ্ধির জেরে চরম সঙ্কটে দেশের আবাসন শিল্প, চুপ মোদী সরকার

June 14, 2022 | < 1 min read

চরম সঙ্কটে দেশের আবাসন শিল্প। জানা যাচ্ছে, দেশজুড়ে প্রায় ৫ লক্ষ কোটি টাকা মূল্যের লক্ষ লক্ষ ফ্ল্যাট অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে। কিছুদিন আগে গৃহঋণের উপর সুদের হার বাড়ানো। তার সঙ্গে যোগ হয়েছে চরম মূল্যবৃদ্ধি। এই অবস্থায় চার মেট্রো শহরে বহু আবাসনের নির্মাণ বন্ধ হয়ে পড়েছে। এর মধ্যে দিল্লি ও লাগোয়া অঞ্চল এবং মুম্বই-থানে এলাকায় নির্মীয়মান ফ্ল্যাট থমকে থাকার সংখ্যা সবথেকে বেশি। তিন নম্বরে চেন্নাই। চার নম্বরে কলকাতা। কলকাতার হার মাত্র ৫ শতাংশ।

ডলারের বিনিময়ে টাকার মূল্য দিন কে দিন কমছে।এরকম অনেকেও ভাবছেন, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে মোদী সরকারের আমলে অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। বিপজ্জনকভাবে কমতে থাকা টাকার মূল্য এবং মূল্যবৃদ্ধির জেরে সবথেকে বড় ধাক্কা খেয়েছে দেশের আবাসন শিল্প।

আবাসন সংক্রান্ত সাম্প্রতিক সমীক্ষায় জানা গিয়েছে, দেশে প্রায় ৫ লক্ষ ফ্ল্যাট নির্মাণ বন্ধ হয়ে পড়ে আছে। কারণ, নির্মাণের ব্যয় বহুগুণ বেড়ে যাওয়া। জানা গিয়েছে, এর ফলে দেশজুড়ে অন্তত ৪ লক্ষ ৮০ হাজার কোটি টাকার লগ্নি আটকে গিয়েছে। কেন্দ্রীয় সরকার দফায় দফায় ২৫ হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু সেই প্যাকেজের শর্তাবলি খুব কম নির্মাণ সংস্থাই পূরণ করতে পেরেছে। সুতরাং বেশিরভাগ সংস্থাই তার সুবিধা পায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Narendra Modi, #Real estate

আরো দেখুন