খেলা বিভাগে ফিরে যান

আইপিএল দেখানোর স্বত্ব বিক্রির দিনেই ১০০% পেনশন বাড়ল ভারতীয় ক্রিকেটারদের

June 14, 2022 | < 1 min read

রেকর্ড তাকে বিক্রি হয়েছে আইপিএল দেখানোর টেলিভিশন এবং ডিজিটাল স্বত্ব। সে দিনেই জানানো হল, ১০০ শতাংশ বাড়ানো হচ্ছে প্রাক্তন ক্রিকেটারদের পেনশনের পরিমাণ। টুইট করে এই কথা জানালেন ভারতীয় ক্রিকেট বর্ডার সচিব জয় শাহ।

সোমবার জয় শাহ টুইটারে লেখেন,যে মহিলা এবং পুরুষ ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালদের মাসিক পেনশন বাড়ানো হচ্ছে। মোট ৯০০ জন এই বর্ধিত পেনশনের আওতায় পড়বেন। এবং ৭৫ শতাংশ পেনশনারের অবসরকালীন ভাতা বাড়বে ১০০ শতাংশ! জয় শাহের এরই ঘোষণায় স্বাভাবিক ভাবেই উপকৃত হবেন পেনশন ভোগী প্রাক্তন ক্রিকেটার এবং অন্যান্যরা।

ক্রিকেটারদের পাশাপাশি একই ভাবে পেনশন বাড়ছে স্কোরার, পরিসংখ্যানকারী-সহ ম্যাচের সঙ্গে যুক্ত আধিকারিকদের, এরকমই আঁচ করা যাচ্ছে জয় শাহের টুইট পড়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#cricketers, #pension, #BCCI

আরো দেখুন