দেশ বিভাগে ফিরে যান

দেশের করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৫০ হাজারের গন্ডি পার, বাড়ছে উদ্বেগ

June 14, 2022 | < 1 min read

হু হু করে বেড়ে চলেছে দেশের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা। এবার তা পেরিয়ে গেল ৫০ হাজারের গন্ডি। মঙ্গলবার সামান্য কমেছে দেশের করোনা সংক্রমণ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৯৪ জন। আগের দিন করোনা সংক্রমণ ছিল প্রায় ৮ হাজারের বেশি।

বর্তমানে ৪ কোটি ২৬ লক্ষ ৬১ হাজার ৩৭০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। দেশে করোনার অ্যাকটিভ কেস ৫০ হাজার ৫৪৮ জন, অ্য়াকটিভ কেসের হার বেড়ে হয়েছে ০.১২ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৭৭ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৬৭ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ১৯৫ কোটি ২০ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৪ লক্ষের বেশি মানুষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #covid19, #India Fight with Corona, #Covid Update

আরো দেখুন