বাবার শুরু করা কাগজের অনুষ্ঠানে ডাক পেলেন না অনিল-কন্যা অজন্তা
বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র ‘ছাত্র সংগ্রাম’।
June 15, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

এসএফআইয়ের মুখপত্র ‘ছাত্র সংগ্রাম’-এর বার্ষিক স্মারক বক্তৃতায় এবছর ডাক পেলেন না অনিল বিশ্বাসের কন্যা অজন্তা। দোষের মধ্যে তিনি তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় একটি নিবন্ধ লিখেছিলেন। এরপরেই অজন্তাকে সাসপেন্ড করে সিপিএম। তারপর সিপিএমের সদস্যপদ নবীকরণ করান নি অজন্তা।
বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র ‘ছাত্র সংগ্রাম’। সেই পত্রিকা তৈরি করেছিলেন সিপিআইএমের তৎকালীন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস। প্রত্যেক বছর ১৫ জুন সেই পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী। ২০০৬ সালে প্রয়াত হন অনিল বিশ্বাস। তারপর থেকে প্রত্যেক বছর এই দিনে তাঁর নামে স্মারক বক্তৃতা অনুষ্ঠিত করে এসএফআই।