ফের ভারত সেরা বাংলা, স্কচ পুরস্কার পেল রাজ্য বন ও পরিবহণ দপ্তর
ফের ভারত সেরা হল বাংলা। রাজ্যের একাধিক দপ্তর পেল জাতীয় স্তরের পুরস্কার। অন্য রাজ্যগুলিকে পিছনে ফেলে পশ্চিমবঙ্গ ছিনিয়ে নিল স্কচ পুরস্কার।
এর আগেও একাধিকবার রাজ্যের শিক্ষা, শিল্প, পর্যটন দপ্তর আগে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। এবার অসাধারণ কাজের জন্য এই সম্মান পেল রাজ্যের পরিবহণ দপ্তর।
শনিবার দিল্লিতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ্য পরিবহণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা সরকারের তরফে এই স্কচ পুরস্কার নেন।
পাশাপাশি এদিন ঘোষণা করা হয়েছে, বন ও পরিবেশ সংক্রান্ত বিভাগেও সেরার সম্মান আসছে বাংলার ঝুলিতে।
কয়েকদিন আগেই শিক্ষায় শীর্ষ স্থান দখল করার জন্য বাংলার ঘরে ‘স্কচ’ পুরস্কার আসে। সারা দেশের সবকটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা প্রথম স্থান অধিকার করেছে।
‘স্কচ স্টেট অফ গভর্ন্যান্স রিপোর্ট ২০২১’ ক্যাটাগরিতে পশ্চিমবঙ্গ শীর্ষস্থান পায়। রাজ্যের অর্থ দপ্তর, নারী ও শিশু কল্যাণ দপ্তরও এর আগে পেয়েছে এই স্কচ অ্যাওয়ার্ড।