দেশ বিভাগে ফিরে যান

অগ্নিপথ প্রকল্পের বিরোধীদের সেনাবাহিনীতে কোনও জায়গা নেই, জানিয়ে দিল কেন্দ্র

June 19, 2022 | < 1 min read

কেন্দ্রের ঘোষিত অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশের নানা প্রান্তে বিক্ষোভের আগুন জ্বলছে। এই পরিস্থিতির মধ্যেই রবিবার প্রতিরক্ষা মন্ত্রকের সেনা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী দিল্লিতে সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, অগ্নিপথ প্রকল্প কোনও ভাবেই প্রত্যাহার করা হবে না। এ বিষয়ে কেউ যেন কোনও ভুল ধারণা পোষণ না করেন।

এর পাশাপাশি এদিনের সাংবাদিক সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল পুরী সাফ জানিয়ে দিয়েছেন, সেনাবাহিনীতে ‘অগ্নিপথ’ বিদ্রোহীদের কোনও জায়গা নেই। কারণ, ভারতীয় সেনাবাহিনীর ভিত্তি হল অনুশাসন এবং শৃঙ্খলাপরায়ণ। লেফটেন্যান্ট জেনারেল পুরী বলেন, ‘‘কারও বিরুদ্ধে থানায় এফআইআর থাকলে তারা সেনাবাহিনীতে যোগ দিতে পারবে না। চাকরির আবেদনের সময় তাদের লিখিতভাবে জানাতে হবে অগ্নিসংযোগের ঘটনায় তারা জড়িত নয়। পুলিসি যাচাই হবে। পুলিসি যাচাই ছাড়া কেউ বাহিনীতে যোগ দিতে পারবে না।’’

এর আগে বায়ুসেনা প্রধান ভিআর চৌধুরী অগ্নিপথ প্রকল্পের বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সেনায় চাকরির শেষ ধাপ হল পুলিশ ভেরিফিকেশন। আন্দোলনকারীদের সেখানে ছাড়পত্র পেতে সমস্যা হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Agnipath, #Agnipath Scheme, #Agnipath protest, #General Anil Puri

আরো দেখুন