খেলা বিভাগে ফিরে যান

উইম্বলডনে জকোভিচ-নাদাল মহারণ? মুখিয়ে ক্রীড়াপ্রেমীরা

June 22, 2022 | < 1 min read

ছবি সৌঃ Twitter

আন্তর্জাতিক মঞ্চে লং টেনিসের অন্যতম সেরা আসর হল উইম্বলডন। উইম্বলডন ফাইনালে দেখার জন্য মুখিয়ে থাকে গোটা বিশ্ব। উইম্বলডনে ফাইনালে ক্রীড়াপ্রেমীরা কি ফের একবার জকোভিচ-নাদাল দ্বৈরথ দেখবেন?

প্রতিযোগিতার ড্র করায়, খেতাবি লড়াইয়ের আগে দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভবনা কম। গ্রাসকোর্ট গ্র্যান্ডস্ল্যামে, প্রথম ও দ্বিতীয় হিসেবে জোকার এবং রাফা শুরু করবেন। প্রসঙ্গত, নির্বাসনের কারণে বিশ্বের একনম্বর রাশিয়ান ড্যানিল মেডভেডেভ টুর্নামেন্টে নেই। হাঁটুর চোটের কারণে বিশ্বের দুনম্বর আলেকজান্ডার জেরেভও খেলছেন না। স্পষ্টত, জকোভিচ ও নাদাল; দুজনের কাছেই ফের একবার উইম্বলডন জেতার হাতছানি রয়েছে।

অন্যদিকে অল ইংল্যান্ড ক্লাবে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছেন সাতবারের উইম্বলডন জয়ী সেরেনা। উইম্বলডনের মহিলা বিভাগে পোল্যান্ডের ইগা সুইয়াটের দিকেই নজর থাকছে।

ভারতের ক্ষেত্রে এবার উইম্বলডন হতাশার। সিঙ্গেলসের বাছাই পর্ব টপকাতে পারেননি রামকুমার রমানাথন ও য়ুকি ভামব্রি। চেক প্রজাতন্ত্রের ভিট কপরিভার কাছে রামকুমার ৫-৭, ৪-৬ সেটে পরাজিত হন। অন্যদিকে ৫-৭, ১-৬ সেটে স্পেনের বার্নেব জাপাতা মিরালেসের কাছে হার স্বীকার করেন য়ুকি। ভারতের ডাবলস কিংবদন্তী রোহন বোপান্না উইম্বলডন খেলবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#novak djokovic, #Rafael Nadal, #wimbledon 2022

আরো দেখুন