আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান, মৃত কমপক্ষে ২৫৫

June 22, 2022 | < 1 min read

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের খবর,  মৃত কমপক্ষে ২৫৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলা জানা গিয়েছে। বুধবার ভোরে দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহরে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পটি দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে আঘাত হানে এবং এর উৎস ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল বলে জানা গিয়েছে।

তালিবান প্রশাসন সূত্রের খবর, অধিকাংশ মৃত্যুর ঘটনা পাকতিকা প্রদেশে ঘটেছে। সেখানে মৃতের সংখ্যা অন্তত ১০০ জন এবং আহতের সংখ্যা ২৫০ জন। আহতদের উদ্ধার হয়েছে ভর্তি করানো হচ্ছে হাসপাতালে। সূত্রের খবর, পূর্বাঞ্চলীয় নানগারহার ও খোস্ত প্রদেশেও মৃত্যু হয়েছে প্রচুর মানুষের।  

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে যে পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতের প্রায় ১১৯ মিলিয়ন মানুষ প্রায় ৫০০ কিলোমিটার জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানের সংবাদ সূত্রের খবর, লাহোর, মুলতান, কোয়েটা এবং ইসলামাবাদসহ অন্যান্য এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।

পাকিস্তান, আফগানিস্তানের ঘন জনবসতিপূর্ণ এলাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।   

TwitterFacebookWhatsAppEmailShare

#pakistan, #earthquake, #Afghanistan, #Afghanistan Earthquake

আরো দেখুন