এবার উপহারের জন্যেও ১০ শতাংশ টিডিএস দিতে হবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের
শেষ হতে চলেছে উপহারের দিন! এতদিন উপহার রূপে পাওয়া বিনামূল্যের পণ্যের রিভিউ দিয়েই দিব্যি চলেছিল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের। এবার সেই সুখের দিন শেষ হতে চলেছে, এখন থেকে ইনফ্লুয়েন্সারদের উপহারে ভাগ বসাবে সরকার। তবে সরাসরি নয়, একটু অন্যভাবে। আর নয় রিভিউ দিয়ে থেকে আয়। এবার তা ডাক্তারদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ডাক্তাররা যে বিনামূল্যের ওষুধ পান, তার উপরেও তাদের কর দিতে হবে।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জীবন আপনাকে নিশ্চয়ই আকৃষ্ট করে, তারা কত কত উপহার পান। বিভিন্ন ব্র্যান্ড নিজেদের পণ্যগুলোর প্রচারের জন্য ইনফ্লুয়েন্সারদের তা উপহার হিসেবে পাঠান। তারপর তারা সেগুলোর বিস্তারিত বিবরণসহ রিভিউ দেন। কিন্তু এবার থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বিনামূল্যে যে সুবিধা পান তার জন্য টিডিএস দিতে হবে।
ব্যবসায়িক প্রচারের জন্যে বিনামূল্যে পাওয়া পণ্যগুলোর জন্য ইনফ্লুয়েন্সারদের থেকে সরকার ১০ শতাংশ টিডিএস নেবে। ইনফ্লুয়েন্সারদের পাশাপাশি ডাক্তারদেরও এই আওতায় আনা হচ্ছে। ওষুধ কোম্পানি এবং অন্যান্যদের কাছ থেকে বিনামূল্যে যে উপহার ডাক্তারা পান, তার জন্য তাদেরকেও কর দিতে হবে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের নির্দেশিকা অনুসারে, ইনফ্লুয়েন্সাররা যদি কোম্পানিকে পণ্য ফেরত দেন, সেক্ষেত্রে আর ওই পণ্যটি বাবদ টিডিএস দিতে হবে না।
সিবিডিটি অনুযায়ী, বিক্রির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচার জন্যে প্রদত্ত পণ্য উপকারী কিনা তা নির্দিষ্ট কিছু বিষয়ের উপর নির্ভর করবে। গাড়ি, মোবাইল, পোশাক, প্রসাধনী ইত্যাদির মতো পণ্যের ক্ষেত্রে, পণ্যটি পরিষেবা প্রদানের উদ্দেশ্যে ব্যবহার করার পরে যদি উৎপদনকারী সংস্থার কাছে ফেরত দেওয়া হয়, তাহলে টিডিএস আইনের ১৯৪ আর ধারা অনুযায়ী, এটি উপকারী পণ্য হিসেবে বিবেচিত হবে না।
যদি ইনফ্লুয়েন্সারদের পণ্যের প্রচারের জন্য বিনামূল্যে নমুনা হিসেবে দেওয়া হয়, তাহলে তার থেকে কোন টাকা নেওয়া হবে না। গাড়ি, টেলিভিশন, মোবাইল ফোন, বিনামূল্যের টিকিট, বিদেশ ভ্রমণ এবং ব্যবসার প্রচারের জন্য দেওয়া অন্যান্য পণ্যগুলির ক্ষেত্রে টিডিএস কার্যকর হবে।