ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়িয়েছে হাজারের গণ্ডি, আফগানিস্তান যেন ধ্বংসস্তূপ!

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান

June 22, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান। যেন নরকে পরিণত হয়েছে এই দেশ। ২০০২ সালের পর এই প্রথম এত তীব্রতার ভূমিকম্পে কম্পিত হল আফগানিস্তান। রিখটার স্কেলে ৬.১ তীব্র ছিল এই কম্পন। ইতিমধ্যে মৃতের সংখ্যা প্রায় হাজার ছুঁয়ে ফেলেছে। উদ্ধারকাজ শুরু হলেও অনেকেই ধ্বংসস্তূপে আটকে রয়েছেন বলে খবর।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বুধবার ভোরে দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহরে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পটি দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে আঘাত হানে এবং এর উৎস ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল বলে জানা গিয়েছে।

তালিবান প্রশাসন সূত্রের খবর, অধিকাংশ মৃত্যুর ঘটনা পাকতিকা প্রদেশে ঘটেছে। আহতদের উদ্ধার হয়েছে ভর্তি করানো হচ্ছে হাসপাতালে। সূত্রের খবর, পূর্বাঞ্চলীয় নানগারহার ও খোস্ত প্রদেশেও মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। আফগানিস্তানের পাশাপাশি, লাহোর, মুলতান, কোয়েটা এবং ইসলামাবাদসহ অন্যান্য এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen