নাগরিক পরিষেবার ছাড়পত্র পেতে অনলাইনে ‘সিঙ্গেল উইন্ডো সিস্টেম’ চালু করছে রাজ্য
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোর্টালটির নামকরণ করবেন।

এবার নাগরিক পরিষেবার ক্ষেত্রে প্রয়োজনীয় ছাড়পত্র পেতে অনলাইনে ‘সিঙ্গেল উইন্ডো সিস্টেম’ শুরু করতে চলেছে রাজ্য সরকার। এই পরিষেবা দিতে আগামী দু’মাসের মধ্যে আসতে চলেছে নয়া একটি পোর্টাল। জানা যাচ্ছে, যেসব পরিষেবা কমবেশি প্রত্যেক রাজ্যবাসীর প্রয়োজন হয়, সেরকম অন্তত ২০টি নাগরিক পরিষেবার জন্য আবেদন করা যাবে ওই পোর্টালের মাধ্যমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোর্টালটির নামকরণ করবেন।
উল্লেখ্য,রাজ্য সরকার অনেক আগেই শিল্পস্থাপনের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পেতে অনলাইনে ‘সিঙ্গেল উইন্ডো সিস্টেম’ চালু করেছে।
এবার অন্য কারও উপর নির্ভর না করে, বাড়িতে বসেই নাগরিক পরিষেবা পাওয়ার সুবন্দোবস্ত করছে রাজ্য। রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, জাতিগত শংসাপত্র, ইনকাম সার্টিফিকেট ও বিল্ডিং প্ল্যানের অনুমোদন সহ মোট ২০টি পরিষেবার জন্য একটি পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে ওই পোর্টাল থেকেই ডাউনলোড করে নেওয়া যাবে শংসাপত্র বা কোনও অনুমোদনের ছাড়পত্র।
জানা যাচ্ছে, চালু হবার পরবর্তী সময়ে পোর্টালের মাধ্যমে পরিষেবার সংখ্যা বাড়ানো হবে। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিও এই পোর্টালের আওতায় আনা হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।