সবুজ-মেরুন সমর্থকদের জন্য বড় খবর : পোগবার ভাই এটিকে মোহনবাগানে
দলবদলের বাজারে এটিকে মোহনবাগান বড় চমক দিল। পল পোগবার ভাই ফ্লোরেন্তিন এবার যোগ দিচ্ছেন এটিকে মোহনবাগানে। মোহনবাগান ক্লাব সূত্রে জানা গিয়েছে, আপাতত এক বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন তিনি।
সম্ভবত সাম্প্রতিক সময়ে আইএসএলে এত বড় নামের কাউকে খেলতে দেখা যায়নি। পোগবার মতো বিখ্যাত না হলেও ইউরোপীয় ফুটবল চুটিয়ে খেলেছেন ৩২ বছর বয়সী ফ্লোরেন্তিন। তিনি স্পেনের ক্লাব সেল্টা ভিগোর যুব অ্যাকাডেমি থেকে কেরিয়ার শরু করেন। সিনিয়র পর্যায়েও খেলেছেন সেল্টার হয়ে। এরপর ৬ বছর খেলেছেন ফ্রান্সের সা এতিয়েনের হয়ে। খেলেছেন তুরস্কের ক্লাব এবং আমেরিকার মেজর লিগ সকারেও। গত দু’বছর ফ্রান্সের ক্লাবটির হয়ে খেলেছিলেন।
পোগবা জাতীয় স্তরে ফ্রান্সের হয়ে খেললেও ফ্লোরেন্তিন খেলেন আফ্রিকার দেশ গিনির হয়ে। যদিও ফ্রান্সের অনূর্ধ্ব ২০ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
ফলে ফ্লোরেন্তিনকে সই করিয়ে আইএসএলের বাকি ক্লাবগুলিকে মোহনবাগান অনেকটাই পিছনে ফেলে দেবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।