দেশ বিভাগে ফিরে যান

দেশের দৈনিক করোনা সংক্রমণ কমল, কিন্তু সক্রিয় রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখীই

June 26, 2022 | < 1 min read

উদ্বেগ বাড়াচ্ছে দেশের কোভিড গ্রাফ। চতুর্থ ঢেউয়ের চিন্তা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা কমলেও সক্রিয় রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখীই। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৩৯ জন।

উদ্বেগে রাখছে মূলত তিন রাজ্য: মহারাষ্ট্র, কেরল এবং তামিল নাড়ু। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে আক্রান্ত ৪ হাজারের বেশি। কেরলেও পরিস্থিতি উদ্বগেজনক। তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা হাজারের বেশি।

এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ৭২ হাজার ৩৯৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১০ হাজার ৯১৭ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৮ শতাংশ।

এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৫৭৬ জন। যা গতকালের থেকে ৭৮৭ জন বেশি। দেশজুড়ে অ্যাকটিভ কেসের ০.২১ শতাংশে পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৯৯৯ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Covid updates, #India, #covid 19, #Covid Bulletin

আরো দেখুন