রাজ্য বিভাগে ফিরে যান

কৃষক বন্ধু অনুষ্ঠানের মঞ্চ থেকে কৃষকমান্ডির অব্যবস্থা নিয়ে সোচ্চার মমতা

June 27, 2022 | < 1 min read

সোমবার বর্ধমানে কৃষক বন্ধু অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যের কিষান মান্ডিগুলিকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, চাষীদের কাছ থেকে সময়মত কিনতে হবে ধান, তাদের ফিরিয়ে দেওয়া যাবে না, অন্যথায় এফআইআর করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কর্মসূচি ছিল বর্ধমানের নবাবহাটের গোদার মাঠে। সেই মঞ্চ থেকেই করা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আজ বিভিন্ন কৃষকদের ব্যাংক অ্য়াকাউন্টে সর্বমোট ২, ৩০০ কোটি টাকা পাঠালেন মমতা। সেই টাকা জমা পড়ল বিভিন্ন প্রকল্পের খাতে।

মমতা আজ মঞ্চ থেকে বলেন যে তিনি খবর পেয়েছেন চাল কেনার সময় ওজনে ফাঁকি দেওয়া হচ্ছে কৃষক মান্ডিতে। সেখানে কৃষকদের নানান ভাবে হয়রান করছে কেউ কেউ। তিনি কৃষকদের এই বিষয়ে থানায় বা বিডিওর কাছে অভিযোগ জানাতে বলেন। তিনি জানান তিনি বিডিওদেরও সঙ্গেও এই বিষয়ে কথা বলছেন যাতে সঙ্গে সঙ্গে অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়।

প্রসঙ্গত, এর আগেও বাঁকুড়ার এক জনসভায় মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, কৃষক মান্ডির ধান ওজনের মেশিনে গণ্ডগোল করে রাখা হচ্ছে যাতে কৃষকরা বঞ্চিত হচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bardhaman, #Mamata Banerjee, #tmc, #Krishak Bondhu Prokolpo

আরো দেখুন