মানব পাচারের বীভৎসতা! মার্কিন মুলুকে ট্রাকে মিলল ৪৫ মৃতদেহ
ফের বীভৎসতার কারণে সংবাদ শিরোনামে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার সেই দেশ খবরে এল সম্ভাব্য মানব পাচারের অভিযোগে। মার্কিন মুলুকের টেক্সাসে রেল লাইনের ধারে দাঁড় করানো একটি ট্রাক থেকে উদ্ধার হল ৪৫টি মৃতদেহ। সবক’টি দেহ শুকিয়ে কাঠ হয়ে গেছে।
কী করে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল, সেই নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় পুলিশ। তবে, অনুমান করা হচ্ছে এই মৃতদেহগুলি শরণার্থীদের। ফের একবার এই ঘটনায় বেআব্রু হয়ে গেল আমেরিকার মানব পাচারের বীভৎসতা!
টেক্সাস শহর থেকে বেশ কিছুটা দূরে রেললাইনের পাশে দাঁড় করানো ছিল ট্রাকটি। মেক্সিকোর দমকল বিভাগের তরফে এই ঘটনা প্রসঙ্গে বলা হয়েছে, অত্যন্ত গরমের ফলেই মৃত্যু হয়েছে ৪৬ জনের।
প্রসঙ্গত, আমেরিকা-মেক্সিকো সীমান্তে মানুষ পাচারের ঘটনা প্রায়ই ঘটে থাকে। বিশেষজ্ঞ মহলের অনুমান, মৃতদেরকেও পাচার করার উদ্দেশ্যেই ট্রাকে তোলা হয়েছিল। শরণার্থী হিসাবেই আমেরিকায় আশ্রয় নিতে আসছিলেন তারা।