দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

আম্পান দুর্নীতির জের, এক সভাপতি-সহ পাঁচ তৃণমূল নেতাকে শো-কজ হাওড়ায়

July 1, 2020 | 2 min read

ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত সমিতির এক সভাপতি-সহ পাঁচ তৃণমূল নেতাকে শো-কজ করা হল হাওড়ায়।

ঘূর্ণিঝড়ের কিছু দিন পরেই ক্ষতিগ্রস্তদের নামের তালিকা চেয়ে রাতারাতি তা জমা দেওয়ার জন্য ফোন আসে পঞ্চায়েত প্রধানদের কাছে। প্রধানরা সদস্যদের কাছেও একই ভাবে তালিকা চেয়ে পাঠান। ফলে কে ক্ষতিগ্রস্ত, কে নয়, তা আর সরেজমিনে দেখার সুযোগ পাননি অনেক পঞ্চায়েত প্রধান। সদস্যদের পাঠানো তালিকা, কোনও কোনও ক্ষেত্রে প্রধানরা নিজেরাই তালিকায় পছন্দের নাম ঢুকিয়ে ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন। যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে, তাদের অনেকেরই পাকা দোতলা বাড়ি বা শক্তপোক্ত বাসস্থান রয়েছে। কেউই আম্পানে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত নন। উল্টে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অনেকেই কোনও সাহায্য পাননি বলেও অভিযোগ। আরও অভিযোগ উঠেছে, অনেক ক্ষেত্রে প্রধান বা পঞ্চায়েত সদস্যরা সরাসরি দুর্নীতি চক্রে যুক্ত। এই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতিগ্রস্তদের ছাড়া হবে না। সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কয়েকদিন আগেই সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়েছিলেন তৃণমূলের হাওড়া সদর সভাপতি অরূপ রায়। এ বার এক পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ পাঁচ তৃণমূল নেতাকে দুর্নীতির অভিযোগে শোকজ করাও হল। 

মঙ্গলবার রাজ্যের সমবায় মন্ত্রী তথা তৃণমূলের সদর সভাপতি অরূপ রায় হাওড়ায় সাংবাদিক বৈঠক করে বলেন, ‘ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে পাঁচ দলীয় নেতা এবং কর্মীকে দলের পক্ষ থেকে শো-কজ করা হল।’ এ দিন অরূপ জানান, ‘দুর্নীতির অভিযোগে শোকজ করা হয়েছে সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত ঘোষকে। এ ছাড়াও জগৎবল্লভপুর বিধানসভার মাকড়দহ এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান কাজল সর্দার, উত্তর ঝাপড়দহ গ্রাম পঞ্চায়েত প্রধান সুভাষ পাত্র ও উপপ্রধানের স্বামী সুমন ঘোষাল এবং পাতিহাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেচারাম বসুকেও শোকজ করা হয়েছে।’ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বিলি নিয়ে এদের বিরুদ্ধে দলের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছিল বলে জানান অরূপ। তদন্ত করার পর এঁদের শো-কজ নোটিস দেওয়া হয়েছে। নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর দিতেও বলা হয়েছে। তার পরই দল ব্যবস্থা নেবে।

অরূপ ফের মনে করিয়ে দেন, রাজ্য সরকার কোনও রকম দুর্নীতি বরদাস্ত করবে না। ঘূর্ণিঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদেরই ক্ষতিপূরণ দেওয়া হবে। কিছুদিন আগে মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখান একদল গ্রামবাসী। তাঁরা পঞ্চায়েত অফিস ঘেরাও করেছিলেন। তাঁদের অভিযোগ, ক্ষতিপূরণ নিয়ে স্বজনপোষণ করেছেন পঞ্চায়েত প্রধান। মাকড়দহ এক নম্বর পঞ্চায়েতের প্রধান কাজল সর্দারের সাফাই, তিনি ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা পাঠালেও প্রশাসনের অসহযোগিতায় সমস্যা হয়েছে। অরূপ রায় স্পষ্ট জানান, যাদের অনৈতিক ভাবে টাকা দেওয়া হয়েছে, তা সরকারকে ফেরত দিতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #amphan corruption

আরো দেখুন