← রাজ্য বিভাগে ফিরে যান
তিস্তা-জুবেরকে গ্রেপ্তার কেন করা হল? আসানসোলে বিজেপিকে আক্রমণ মমতার
সমাজকর্মী তিস্তা শীতলওয়াড় এবং সাংবাদিক মহম্মদ জুবেরের গ্রেপ্তারির বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আসানসোলে তৃণমূলের একটি কর্মীসভায় মমতা বলেন, তিস্তা শীতলওয়াড় ও মহম্মদ জুবেরকে কেন গ্রেপ্তার করা হল? উত্তর দিতে হবে বিজেপিকে।
এদিন নাম না করে নূপুর শর্মার বিরুদ্ধেও সুর ছড়িয়েছেন তিনি। মমতা বলেন, কেউ কেউ কোনও ধর্মের আরাধ্যর নামে কুরুচিকর মন্তব্য করেন। হিংসায় প্ররোচনা দেন। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না?
প্রসঙ্গত, গত শনিবার মুম্বইয়ে তাঁর বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় বিশিষ্ট সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়কে। অন্যদিকে, সোমবার জিজ্ঞাসাবাদের জন্য অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরকে তলব করে দিল্লি পুলিস। সেখানেই তাঁকে আচমকা গ্রেপ্তার করা হয়।