হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

ভারতের LGBTQIA আকাশের কিছু নক্ষত্র

June 28, 2022 | 2 min read

ভারতে এখন সমকামীতা আইনত বৈধ। কিন্তু আজও দেশের কোথাও কোথাও সমলিঙ্গের প্রেমের দিকে ভ্রু কুঁচকে দেখা হয়। ছুটে আসে আক্রমণ। কিন্তু এমন কিছু কিছু মানুষ আছেন যারা সামনের সারি থেকে সমকামীদের অধিকারের জন্য লড়াই চালাচ্ছেন। সমকামী পরিচয়ের বাইরে আজ সমাজের নানান ক্ষেত্রে তাঁরা সফল কৃতি। তাঁরাই অনুপ্রেরণা। এলজিবিটি আন্দোলনের পথিকৃৎ।

গৌরব মাসে তাঁদের সন্ধান করল দৃষ্টিভঙ্গি:

মেনকা গুরুস্বামী:

দেশের সর্বোচ্চ আদালতে সমকামীতার জন্য আইনি লড়াইয়ের কান্ডারি ছিলেন মেনকা গুরুস্বামী। সুপ্রিম কোর্টের এই আইনজীবী দীর্ঘদিন ধরেই এলজিবিটি সম্প্রদায়ের অধিকারের দাবিতে সরব। মার্কিন মুলুকের একাধিক আইন স্কুলে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। তুখোড় এই আইনজীবী নিজেও একজন এলজিবিটি সম্প্রদায়ের প্রতিনিধি।

ওনির:

এই বাঙালি চলচ্চিত্র পরিচালক তাঁর ছবির মাধ্যমে সমলিঙ্গের প্রেমের কথা তুলে ধরেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তূলনামূলক সাহিত্য নিয়ে পড়া এই পরিচালক বার্লিনে ফিল্ম নিয়ে পড়তে গিয়েছিলেন। ফিরে এসেই ছবি আর ছবি। তাঁর পরিচালিত ছবি ‘আই অ্যাম’ জাতীয় পুরস্কার নিয়ে এসেছিল। যার অন্যতম বিষয়বস্তু ছিল সমপ্রেম।

বিক্রম শেঠ:

অন্যতম প্রথিতযশা লেখক বিক্রম শেঠের জন্ম হয়েছিল ১৯৫২ সালে। তিনি দীর্ঘদিন ধরেই সমলিঙ্গের প্রেমের অধিকারের বিষয়ে সরব। কবি ও ঔপন্যাসিক বিক্রম তাঁর কলমের জোরে মানুষের অধিকারের লড়াই লড়েন। তাঁর ঝুলিতে পদ্মশ্রী, সাহিত্য আকাদেমি পুরস্কার, ডাব্লুএইচ স্মিথ লিটারারি অ্যাওয়ার্ড এবং ক্রসওয়ার্ড বুক অ্যাওয়ার্ডের মতো বেশ কয়েকটি পুরস্কার রয়েছে। বিক্রম শেঠের ম্যাপিংস এবং বিস্টলি টেলসের মতো কবিতা সংকলনগুলো ভারতীয় সাহিত্যের সম্পদ। ‘আ স্যুটেবল বয়’ উপন্যাসটি বিক্রমকে খ্যাতির শীর্ষে বসিয়েছিল।

দেবদত্ত পট্টনায়ক:

এই পুরান বিশেষজ্ঞ নিজে একজন সমকামী মানুষ। পুরান, ধর্ম, বিভিন্ন ধর্মীয় আচার, প্রথা ইত্যাদিই তাঁর লেখার বিষয়বস্তু। চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়লেও লেখাই এখন তাঁর প্রধান পেশা। সুবক্তা হিসেবে পরিচিত দেবদত্ত সমপ্রেমের অধিকার নিয়ে বারবার গলা ফাটিয়েছেন।

দ্যুতি চাঁদ:

ভারতীয় দৌড়বীর দ্যুতিই দেশের একমাত্র ঘোষিত সমকামী ক্রীড়াব্যক্তিত্ব। ২০১২ সালে অনুর্ধ্ব ১৮ বিভাগে ১০০ মিটার দৌড়ে ন্যাশনল রেকর্ড করেন দ্যুতি। সেই শুরু এরপর দেশে বিদেশে একাধিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন দ্যুতি। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে ১০০ মিটার ও ২০০ মিটার দৌড় রুপো জিতেছিলেন দ্যুতি।

মানবী বন্দ্যোপাধ্যায়:

মানবী একজন রূপান্তরকামী মহিলা। এলজিবিটি সম্প্রদায়ের অধিকার নিয়ে নিরলসভাবে লড়ে চলেছেন এই অধ্যাপিকা। ট্রান্সজেন্ডার ও ট্রান্সপার্সন বোর্ডের দায়িত্বও সামলাচ্ছেন মানবী। পাশাপাশি তাঁর কলমও চলে। রূপান্তরকামী মানুষ হিসেবে তিনিই প্রথম কোন কলেজের অধ্যক্ষা হয়েছেন। রাজ্যের এলজিবিটি সম্প্রদায়ের আন্দোলনের অন্যতম মুখ হলেন মানবী।

মানবেন্দ্র সিংহ গোহিল:

মানবেন্দ্র সিংহ গোহিল হলেন গুজরাতের রাজপুত্র। তিনিই পৃথিবীর একমাত্র গে রাজপুত্র। লক্ষ্য ট্রাস্ট নামক একটি সংস্থা চালান মানবেন্দ্র যারা এলজিবিটি সম্প্রদায়ের জন্য কাজ করে।

অশোক রাও কবি:

প্রখ্যাত সাংবাদিক অশোক নিজে একজন সমকামী মানুষ। তিনি দেশে প্রথমসারির এলজবিটি আন্দোলনকর্মী। এলজবিটি সম্প্রদায়ের মানুষদের জন্য অশোক হামসাফর ট্রাস্ট গড়ে তুলেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #LGBTQIA, #HTK

আরো দেখুন