বিনোদন বিভাগে ফিরে যান

আমি নারী, পার্সেল নই, পুরুষতান্ত্রিক মনোভাবের জন্য মিডিয়াকে দুষলেন অন্তঃসত্ত্বা আলিয়া

June 28, 2022 | < 1 min read

ছবি সৌজন্যেঃ Filmy Box Office Collection

সোমবার অভিনেত্রী আলিয়া ভট্ট ঘোষণা করেন তিনি অন্তঃসত্ত্বা। বিয়ের দেড় মাসের মধ্যে তাঁর সন্তানসম্ভবা হওয়ার কথা জেনে মিডিয়া তোলপাড়। এর পরেই ভেসে ওঠে নানা রকম কুরুচিকর মন্তব্য।

সমাজমাধ্যমে নানারকম জল্পনা যেমন শুরু হয়, সেরকমই একটি নামি সংবাদমাধ্যম খবর করে, আলিয়া এবং রণবীর এমনভাবেই এই প্রেগন্যান্সি প্ল্যান করেছেন যাতে তাদের শুটিংয়ের সিডিউলে কোনোরকম প্রভাব না পরে। সেই সংবাদমাধ্যম আরও জানায় যে রণবীর আলিয়াকে, যিনি এই মুহূর্তে ইউনাইটেড কিংডমে আছেন, সেখান থেকে নিয়ে আসবেন।

এরপরেই সোচ্চার হন আলিয়া। তিনি বলেন, তারা এখনও পুরুষতান্ত্রিক সমাজে বাস করেন। তিনি পরিষ্কার করে দেন, কেউ কাউকে নিতে আসছেন না। কোনও দেরি হয়নি। তিনি একজন নারী, কোনও পার্সেল নন। সংবাদ মাধ্যমের হয়ত ডাক্তারির অভিজ্ঞতা আছে কিন্তু তাঁর বিশ্রামের দরকার নেই।

এরপরই আলিয়া বিদ্রুপ করে বলেন ২০২২-ও এরকম বস্তাপচা চিন্তাধারণা চলছে। তিনি এখন ব্যস্ত, তাঁর শট রেডি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Actress, #Bollywood, #pregnant, #media, #Alia Bhatt

আরো দেখুন