রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণীই কি এবার পিএসি-র চেয়ারম্যান হচ্ছেন?
সোমবার বিধানসভার পিএসি (পাবলিক অ্যাকাউন্ট কমিটি) চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন মকুল রায়। তার পরই বিভিন্ন মহলে জল্পনা চলছিল, এবার তাহলে কে?
মঙ্গলবার একটি খবর রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে, এবার পিএসি চেয়ারম্যান পদের দায়িত্ব পেতে চলেছেন রায়গঞ্জ থেকে জয়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি গত বিধানসভা নির্বাচনে বিজেপি’র টিকিটে রায়গঞ্জ থেকে জয়ী হয়েছিলেন। তবে খাতায় কলমে বিজেপি বিধায়ক হলেও গত অক্টোবর মাসের শুরুতে তিনি তৃণমূলে যোগ দেন।
কল্যাণীর অভিযোগ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী কোনও কাজ না করলেও বিজেপি তাঁকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী, কন্যাশ্রীর মতো প্রকল্প চালু করেছেন। ভোটের আগে মমতা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সবই পূরণ করেছেন। তাই এই উন্নয়নের কর্মসূচিতে অংশ নিতে তিনি তৃণমূলে ফেরত এসেছেন।