সুপ্রিম কোর্টে ঝুলে মামলা, তা সত্ত্বেও আস্থা ভোটের নির্দেশ মহারাষ্ট্রের রাজ্যপালের
৩০ জুন সকালেই মহারাষ্ট্র বিধানসভায় শক্তি পরীক্ষা দিতে হবে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে-কে। রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারি বিধানসভার সচিব রাজেন্দ্র ভাগবতকে চিঠি লিখে ১১টায় বিশেষ অধিবেশনের ডাক দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই অধিবেশনেই উদ্ধবকে তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির পরিষদীয় নেতা দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে দেখা করার পরেই রাজ্যপাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিশেষ অধিবেশন ডাকার জন্য নির্দেশ দিলেন। এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপির মন্ত্রনাতেই কি এই সিদ্ধান্ত নিল রাজভবন? উঠছে প্রশ্ন। সুপ্রিম কোর্টে যেখানে বিধায়কদের বহিষ্কার নিয়ে মামলা চলছে, সেখানে কিভাবে তিনি এই নির্দেশ দিলেন, তা নিয়েও প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।
রাজ্যপাল বলেন, ‘‘বিরোধী দলের নেতা ব্যক্তিগত ভাবে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমরা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কথা বলছিলাম। এর পর বিরোধী নেতা একটি চিঠি জমা দিয়ে জানান যে, মুখ্যমন্ত্রী বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন।’’ পুরো আস্থাভোট-পর্বের ভিডিয়ো করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।