দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বাংলাতেই তৈরি হল ব্যাডমিন্টন অ্যাকাডেমি, উদ্বোধনে আসবেন গোপীচাঁদ

June 29, 2022 | < 1 min read

প্রতীকী ছবি, সৌজন্যেঃ lakeclub

বাংলার প্রতিভাবান খেলোয়াড়দের এ বার থেকে বিশেষ প্রশিক্ষণের জন্য আর যেতে হবে না হায়দ্রাবাদ বা বেঙ্গালুরুতে। দক্ষিণ ২৪ পরগণার হরিনাভিতে গড়ে উঠছে ব্যাডমিন্টন অ্যাকাডেমি। আগামী ২ জুলাই অ্যাকাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। থাকবেন কিংবদন্তি খেলোয়াড় পুল্লেলা গোপীচাঁদ।

দক্ষিণ ২৪ পরগণার হরিনাভিতে গড়ে ওঠা এই অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্রের নাম স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমি। নতুন এই অ্যাকাডেমি তৈরি হচ্ছে রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সচিব এবং জাতীয় ব্যাডমিন্টন সংস্থার ভাইস প্রেসিডেন্ট শেখর চন্দ্র বিশ্বাসের উদ্যোগে। বিভিন্ন ব্যবসায়িক সংস্থার সঙ্গে রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব দাশের বিশেষ সহায়তায় এই অ্যাকাডেমি তৈরি হচ্ছে।

আন্তর্জাতিক মানের ১৯ হাজার বর্গফুটের এই বিশেষ আবাসিক অ্যাকাডেমির দুই তলা মিলিয়ে থাকছে ছ’টি কাঠের কোর্ট। এখানে ষাট জন ছেলে-মেয়ে নিয়মিত অনুশীলন করতে পারবে। আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে কমপক্ষে ২৫০ জন খেলোয়াড় নিয়মিত প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে।

পরিকল্পনা রয়েছে, ভবিষ্যতে এই অ্যাকাডেমিতে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা আয়োজন করারও। নতুন এই অ্যাকাডেমিকে আর্থিক সহযোগিতা করতে সম্মতি দিয়েছে ইয়োনেক্স সাইনাইজ় স্পোর্টস সংস্থাও। অ্যাকাডেমির পরামর্শদাতা কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন ঊষানাথ বন্দ্যোপাধ্যায়। তিনিই অ্যাকাডেমিকে সুষ্ঠু ভাবে কাজ করতে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pullela Gopichand, #Star badminton academy, #Harinavi

আরো দেখুন