উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

শিলিগুড়ি মহকুমা পরিষদ হাতছাড়া হচ্ছে বামেদের, ফুটছে ঘাসফুল

June 29, 2022 | < 1 min read

শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে দাপট তৃণমূল কংগ্রেসের। দীর্ঘ চার দশক পর মহকুমার রাশ হারাল বামেরা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। বৃষ্টির জন্য গণনা দেরিতে শুরু হলেও, বেলা বাড়ার সাথে সাথেই ঘাসফুল শিবিরে খুশির হাওয়া বইতে থাকে।

এখন পর্যন্ত পঞ্চায়েত এলাকায় গণনার ফল সামনে এসেছে। ৪৬২ আসনের মধ্যে আপাতত তৃণমূলের দখলে গিয়েছে ৩২০ আসন। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের ঝুলিতে এখনওপর্যন্ত পড়েছে ৮৬ আসন। অন্যদিকে, বামফ্রন্ট ১৫, কংগ্রেস ২১ ও নির্দল ২০টি আসনে জয়ী হয়েছে।

শিলিগুড়ি মহকুমা পরিষদে মোট আসন ৯টি। মহকুমার ৪টি পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ৬৬। ৪টি পঞ্চায়েত সমিতির অধীনে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ২২। সেখানে মোট আসন সংখ্যা ৪৬২। পরিষদ গঠন হওয়ার পর থেকেই তা বামেদের দখলে ছিল। ২০১৫ সালের নির্বাচনে পরিষদের ৯ আসনের মধ্যে ৬ আসন পায় বাম-কংগ্রেস জোট। তৃণমূল পায় ৩ আসন। ২০২০ সালে বোর্ডের মেয়াদ শেষ হয়ে য়ায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Siliguri Mahakuma Parishad Election Results, #Congress, #bjp, #tmc, #Cpim

আরো দেখুন