ইস্তফার আগে উদ্ধব সরকার নিল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বদলে গেল এই শহরের নাম
বুধবার রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দিলেন উদ্ধব ঠাকরে। হয়তো তিনি আভাস পাচ্ছিলেন যে মসনদে থাকার মেয়াদ তাঁর ফুরিয়ে এসেছে। সেই কারণেই আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন উদ্ধব।
কিন্তু ইস্তফা দেওয়ার আগে মন্ত্রিসভার বৈঠকে ডেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এদিন রাজ্যের দুটি শহরের নাম বদলের সিদ্ধান্ত নেয় উদ্ধব সরকার। দীর্ঘদিনের দাবি মেনে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের (Aurangabad) নাম ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে শম্ভাজির নামে করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।
মন্ত্রিসভার বৈঠকে উদ্ধবের দেওয়া প্রস্তাব পাশও হয়ে গিয়েছে। এখন থেকে ঔরঙ্গাবাদের নাম হবে শম্ভাজি নগর (Shambhaji Nagar)। একই সঙ্গে নাম বদলানো হয়েছে অসমানাবাদ শহরেরও। ওই এলাকাটির নতুন নাম দেওয়া হয়েছে দারাশিব।
অনেকেই মনে করছেন হিন্দুত্ববাদী ভাবমূর্তি রক্ষার জন্যই এই পদক্ষেপ নিলেন উদ্ধব। কারণ, হিন্দুত্ব ইস্যুতে রাজপাট খোয়াতে হল তাঁকে। তাই এবার সেই ভাবমূর্তি উদ্ধার করতে চান শিবসেনা প্রধান।