দেশ বিভাগে ফিরে যান

চলে এল চতুর্থ ঢেউ? দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছাড়াল এক লক্ষ

June 30, 2022 | < 1 min read

ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। দেশের একাধিক রাজ্যে ফের সংক্রমণ মাথাচাড়া দিল। ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণে উদ্বেগে দেশবাসী। চতুর্থ ঢেউ কি তবে চলে এল? আশঙ্কায় দেশবাসী।

দেশের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৯ জন। যা গতকালের থেকে অনেকটাই বেশি। এর মধ্যে শুধু কেরলেই আক্রান্ত ৪ হাজারের বেশি। মহারাষ্ট্রেও পরিস্থিতি চিন্তাজনক। আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে তামিলনাড়ুতেও।

এই মুহূর্তে সবচেয়ে চিন্তার বিষয় হল দেশের পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৪.১৬ শতাংশ। গত সপ্তাহের পজিটিভিটির রেট ৩.৭২ শতাংশ। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ৪ হাজার ৫৫৫ জন। যা গতকালের থেকে ৪ হাজার ৯৫৩ জন বেশি। দেশে অ্যাকটিভ কেসের ০.২৪ শতাংশে পৌঁছে গিয়েছে।

দেশের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ১১৬ জন। করোনার দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থতার হারও চিন্তাজনক। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ২২ হাজার ৪৯৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৩ হাজার ৮২৭ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৫ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #Covid India, #Coronavirus

আরো দেখুন