রাজ্য বিভাগে ফিরে যান

আচার্য’ হিসেবে অপসারিত, তবুও একতরফা ভাবে উপাচার্য নিয়োগ! বিতর্কে ধনখড়

July 1, 2022 | < 1 min read

ফাইল ছবি

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হবেন মুখ্যমন্ত্রী, এই মর্মে একটি বিল বিধানসভায় পাশ হয়ে যাওয়ার পরও তা আটকে রয়েছে রাজভবনে। রাজ্যপাল এখনও সাক্ষর না করায় আইনটি কার্যকর করা যাচ্ছে না। যখন বিষয়টি এই অবস্থায় রয়েছে তখনই নিজের ক্ষমতাবলে রবীন্দ্রভারতীয় নতুন উপাচার্যের নাম ঘোষণা করে দেন রাজ্যপাল জগদীপ ধনকড়। নৃত্য বিভাগের অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়কে উপাচার্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যপাল। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছি বিভিন্ন মহলে।

এবার এই বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘”রাজ্যপালের উপাচার্য নিয়োগ অশোভনীয়। উনি কী চাইছেন, জানি না। একের বিল পাঠানো হচ্ছে কিন্তু ফেলে রাখছেন। কেন জানি না। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাম ঘোষণা করা ঠিক হয়নি। নৈতিকতার প্রশ্ন।”

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, তিনি এখনও কোনও বিজ্ঞপ্তি হাতে পাননি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Vice-Chancellor, #Governor of WestBengal, #Jagdeep Dhankhar

আরো দেখুন