দেশ বিভাগে ফিরে যান

বিয়ের মরসুমের আগে সোনার ওপর শুল্ক বসলো মোদী সরকার, মাথায় হাত মধ্যবিত্তের

July 2, 2022 | < 1 min read

ঠিক বিয়ের মরসুমের আগেই কেন্দ্রীয় সরকার এবার সোনার উপর আমদানি শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ১২.৫ শতাংশে নিয়ে গেল। বিয়ের মরসুমের আগে স্বভাবতই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের।

আন্দাজ করা যাচ্ছে, এর ফলে প্রতি দশ গ্রাম সোনায় এক থেকে দেড় হাজার টাকা দাম বাড়তে পারে। আমদানি শুল্ক ৭.৫ শতাংশ থাকাকালীন সেস ও জিএসটি মিলিয়ে মোট ১৪.০৭৩ শতাংশ কর ধার্য হত। আমদানি শুল্ক ও সেসের হার পরিবর্তনের হয়েছে। তাই এবার সার্বিকভাবে করের নতুন হার হবে ১৮.৪৫ শতাংশ।

সম্প্রতি দেশে সোনা আমদানি অনেকটাই বেড়েছে। তাতে লাগাম দিয়ে দেশের আমদানি-রপ্তানির ভারসাম্য বজায় রাখার চেষ্টা চলছে বলে মনে হয়। এর আগে যখন সোনার আমদানি শুল্ক ১২ শতাংশে নিয়ে যাওয়া হয়েছিল, তখন সোনার কালোবাজারি বা স্মাগলিং বেড়ে গিয়েছিল। সোনার ব্যবসাকে ফের সেদিকেই নিয়ে যাওয়া হচ্ছে বলে মনে করেন স্বর্ণশিল্প বাঁচাও কমিটির অধিকারিকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#gold, #modi govt

আরো দেখুন