দেশ বিভাগে ফিরে যান

দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষ পার, চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

July 2, 2022 | < 1 min read

দেশজুড়ে হু হু করে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গত কয়েকদিন ধরে ১৭ হাজারেরও বেশি করোনার দৈনিক সংক্রমণ। ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যাও।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ১৭,০৯২ জন। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৪.১৪ শতাংশ।

দেশে অ্য়াকটিভ কেস ০.২৫ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৯ হাজার ৫৬৮ জন। একদিনে করোনায় মৃত ২৯ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ১৬৮ জন।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ৫১ হাজার ৫৯০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪,৬৮৪ জন। সুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Covid India, #covid19

আরো দেখুন