জয় দিয়ে যাত্রা শুরু ভারতীয় মহিলা ক্রিকেট দলের, ম্যাচের সেরা দীপ্তি

জয় দিয়েই ওয়ান ডে সিরিজ়ে যাত্রা শুরু ভারতের মেয়েদের

July 3, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

জয় দিয়েই ওয়ান ডে সিরিজ়ে যাত্রা শুরু ভারতের মেয়েদের। ব্যাট করতে নেমে ১৭ ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। চার রান করে ফিরে যান স্মৃতি মন্ধানা। শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে ১-০ এগিয়ে গেল ভারতের মহিলা ক্রিকেট দল। ম্যাচের সেরা দীপ্তি শর্মা। শুক্রবার পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আটাপাট্টু।

কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ৪৮.২ ওভারে মাত্র ১৭১ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ছয় ওভারে ২৯ রান দিয়ে রেনুকা সিংহ তিনটি উইকেট নেন। দীপ্তিও তিনটি উইকেট তুলে নেন ৮.২ ওভারে ২৫ রান দিয়ে। দু’টি উইকেট পান পূজা বস্ত্রকর। একটি উইকেট নেন প্রথমবার পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে ওয়ান ডে-তে নেতৃত্ব দেওয়া হরমনপ্রীত কৌর। রাজেশ্বরী গায়কোয়াড়ও একটি উইকেট পান। শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক রান (৪৩) করেন নীলাক্ষি ডি সিলভা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন