← দেশ বিভাগে ফিরে যান
কাশ্মীরের পুলিৎজার বিজয়ী চিত্রসাংবাদিককে বিমানে উঠতে বাধা দিল্লিতে
পুলিৎজার প্রাপ্ত কাশ্মিরি চিত্র সাংবাদিক সানা মাট্টুকে বিমানে উঠতে বাধা দিল দিল্লি বিমানবন্দর। সূত্রের খবর, প্যারিসে একটি বই উদ্বোধন করতে ও চিত্র প্রদর্শনীতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। তবে দিল্লি বিমানবন্দর স্পষ্ট জানিয়ে দেয়, আন্তর্জাতিক সফর এই মুহূর্তে করতে পারবেন না তিনি। তাঁর বোর্ডিং পাসও পাসপোর্টও বাতিল করে দেওয়া হয়।
এবিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন ‘বিমানে উঠতে বাধা দেওয়ার কোনও কারণ জানানো হয়নি আমাকে, শুধু বলা হয়েছে আন্তর্জাতিক সফর করতে পারবেন না আপনি।’
এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে জম্মু কাশ্মীরের সাংবাদিক মহল। একদিকে যখন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মঞ্চে বাকস্বাধীনতার বুলি আওড়াচ্ছেন, দেশে তাঁর প্রশাসন সাংবাদিকদের কণ্ঠরোধ করতে উদ্যোগী। এই দ্বিচারিতা নিয়েও সরব হয়েছে নাগরিক সমাজ।