দেশ বিভাগে ফিরে যান

হায়দ্রাবাদের নাম ভাগ্যনগর হলে, আমেদাবাদ হোক আদানিবাদ, মোদীকে তোপ টিআরএসের

July 4, 2022 | < 1 min read

রবিবার হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রীর মুখে ভাগ্যনগরের উল্লেখ ঘিরে নাম বদলের তরজা শুরু হয়েছে। নিজের ভাষণে আগাগোড়া হায়দ্রাবাদকে ভাগ্যনগর বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পষ্ট ইঙ্গিত করেছেন, বিজেপি ক্ষমতায় এলে তেলেঙ্গানার রাজধানীর নাম বদলে করা হবে ভাগ্যনগর।

আর এতেই চটেছে তেলাঙ্গানার শাসক দল তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি। পাল্টা প্রধানমন্ত্রী ও বিজেপিকে কটাক্ষ করে টিআরএস-এর কার্যকরী সভাপতি, মন্ত্রী কেটি রামারাও টুইট করেন, হায়দরাবাদের নাম বদলে দেওয়ার আগে প্রধানমন্ত্রী কেন নিজের শহর আমেদাবাদের নাম আদানিবাদ রাখছেন না!

বলার অপেক্ষা রাখে না মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পুত্র কেটি আসলে কাকে নিশানা করেছেন। শিল্পপতি গৌতম আদানি প্রধানমন্ত্রীর ঘনিষ্টতম শিল্পপতি বলে বিভিন্ন মহলের বক্তব্য। সম্পদের নিরিখে তিনি এখন দেশে শীর্ষে। আন্তর্জাতির দুনিয়াতেও শিল্পমহলে পরিচিত নাম। সেই আদানির নাম জুড়ে প্রধানমন্ত্রীকে পাল্টা নিশানা করেছেন টিআরএস নেতা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trs, #bjp, #KCR, #Telangana, #Modi Government

আরো দেখুন