‘বেচুগিরি’ অব্যাহত, এবার Neelachal Ispat Nigam Limited বিক্রি করল মোদী সরকার
মোদী সরকারের বেচুগিরি অব্যাহত। অর্থনৈতিকক্ষেত্রে বেসরকারিকরণই মোদী সরকারের ঘোষিত নীতি। বিজেপির শাসিত কেন্দ্রের কোষাগার প্রায় শূন্য! তাই ঘাটতি মেটাতেই একের পর এক কেন্দ্রীয় সংস্থার বিক্রি করছে মোদী সরকার। এয়ার ইন্ডিয়া, জীবন বিমা নিগমের পরে এবার Neelachal Ispat Nigam Limitedও বিক্রি করল মোদী সরকার।
১২ হাজার কোটি টাকার বিনিময়ে Neelachal Ispat Nigam Limited-এর মালিকানা পেল টাটারা। প্রসঙ্গত, এর আগেই ১৮ হাজার কোটি টাকার বিনিময়ে এয়ার ইন্ডিয়া কিনেছিল টাটা গোষ্ঠী। এবার আরও একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার মালিকানা গেল ভারতের অন্যতম প্রাচীন সংস্থার হাতে। নীলাচল কেনার দৌড়ে অন্যান্য সংস্থা থাকলেও, জয়ী হল টাটা গোষ্ঠী।
প্রসঙ্গত, চলতি বছর অর্থ বাজেট ঘোষণার সময়তেই Neelachal Ispat Nigam Limited বিক্রির ইঙ্গিত মিলেছিল। কেন্দ্রীয় বাজেটের দিনেই Neelachal Ispat Nigam Limited-এর শেয়ার ছাড়ার কথা ঘোষণা করেছিল মোদী সরকার। তারপরেই বেসরকারিকরণের প্রস্তুতি শুরু হয়।