মহুয়ার মন্তব্যের জের, ‘কালী’ পোস্টারের নিন্দায় তৃণমূল

এবার কৃষ্ণনগরের সাংসদের মন্তব্যের জেরে তৈরি বিতর্কে জল ঢালতে ‘কালী’ তথ্যচিত্রের পোস্টারের নিন্দায় সরব হল তৃণমূল।

July 6, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মা কালীকে নিয়ে সাংসদ মহুয়া মৈত্রের বয়ানকে সমর্থন করে না দল। গতকালই টুইট করে মহুয়ার বক্তব্যের প্রকাশ্যে নিন্দা করেছিল তৃণমূল। এবার কৃষ্ণনগরের সাংসদের মন্তব্যের জেরে তৈরি বিতর্কে জল ঢালতে ‘কালী’ তথ্যচিত্রের পোস্টারের নিন্দায় সরব হল তৃণমূল।

বুধবার এক বিবৃতিতে তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় বলেন, ‘‘আমরা আগেই জানিয়েছিলাম মহুয়া মৈত্রের বক্তব্যের সঙ্গে দল একমত নয়। এখন আমরা বলছি ‘কালী’ তথ্যচিত্রের পোস্টারে যে ছবির ব্যবহার করা হয়েছে তাও আমরা সমর্থন করি না। ওই পোস্টারে যে ভাবে এলজিবিটি-দের পতাকার ছবি দেওয়া হয়েছে, তাও আমরা সমর্থন করি না।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে কোন ধর্মীয় বিতর্কের মধ্যে যেতে চাই না। আমরা সকল ধর্মকে সমান মর্যাদা ও সম্মান দিতে চাই। ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষজন তাদের সবরকম অধিকার পাক, বরং সেইসব বিষয়ে আলোচনা হোক।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen