রাজ্য বিভাগে ফিরে যান

মমতার বিরোধিতা নয়, নির্দেশিকায় অধীরকেই সতর্ক করল কংগ্রেস হাই কম্যান্ড?

July 7, 2022 | < 1 min read

বাংলায় মমতার বিরোধিতা করা যাবে না। মমতা বা তৃণমূল নয়, কংগ্রেসের একমাত্র লক্ষ্য বিজেপিকে হারানো। এই অর্থে কংগ্রেসের হাই কম্যান্ড বাংলায় কংগ্রেসের দলীয় মুখপাত্রদের নির্দেশিকা দিল। কংগ্রেসের নেতাদের এই নির্দেশ মেনেই কথা বলতে হবে সংবাদ মাধ্যমের সঙ্গে। অযথা তৃণমূলকে আক্রমণ করা যাবে না। টার্গেট করতে হবে বিজেপিকেই।

মনে করা হচ্ছে, বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে লক্ষ্য করেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে। জাতীয় স্তরে কংগ্রেসের মুখপাত্রদের প্রধান জয়রাম রমেশ প্রদেশ নেতৃত্ব ও রাজ্য মুখপাত্রদের একথা জানিয়ে দিয়েছেন। বাংলায় ২০১৯ এর সাধারণ নির্বাচনে অভিযোগ উঠেছিল বাম দলগুলির সঙ্গে জোট করে কংগ্রেসে ভোট বিজেপিতে পড়েছিল যাতে তৃণমূলকে হারানো যায়। এবার নির্দেশিকায় বলা হয়েছে, বাংলায় বিজেপি যাতে গত লোকসভার মতো সেরকম কোনও সুবিধা করতে না পারে সেদিকে নজর দিতে হবে। সুতরাং, ২০২৪-এ বাংলায় বামেদের সঙ্গে কংগ্রেসের জোট নিয়েও দোলাচল শুরু হয়ে গেল।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Congress, #tmc, #Adhir Ranjan Chowdhury

আরো দেখুন