রাজ্য বিভাগে ফিরে যান

কাঁথির শ্মশান কেলেঙ্কারিতেও অধিকারি পরিবারের নাম জড়াল

July 7, 2022 | < 1 min read

শ্মশানও বাদ গেলা না! কাঁথিতে শ্মশানের সৌন্দার্যায়নের নামে বড় অংকের টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগে নাম জড়াল শুভেন্দু অধিকারীর নাম।

কাঁথি পুসভার দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে পুরসভার সহকারী ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে গ্রেপ্তার করে কাঁথি থানার পুলিশ। অভিযুক্তদের নাম দিলীপ বেরা এবং সতীনাথ দাস অধিকারী। বৃহস্পতিবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের সাতদিন পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর নামও রয়েছে অভিযুক্তদের তালিকায়। ঘটনার তদন্ত করছে কাঁথি থানার পুলিশ।

সংবাদ সংস্থা সূত্রে খবর, কাঁথি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারী দায়িত্বে থাকাকালীন কাঁথি কলেজ মাঠ সংলগ্ন রাঙামাটি শ্মশানের সামনে বেশ কয়েকটি স্টল নির্মাণ করা হয়েছিল। পাশাপাশি চলে সৌন্দর্যায়ানের কাজওশ। স্টল নির্মাণে কাঁথি পুরসভার পক্ষ থেকে দু’কোটি অর্থ ব্যয় করা হয়েছিল বলে জানা গিয়েছে। আর এই স্টল নির্মাণ করেছিলেন ঠিকাদার সতীনাথ দাস অধিকারী। তাঁর তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয় কাঁথি পুরসভার সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরাকে। সেই স্টল নির্মাণের ক্ষেত্রে ‘দুর্নীতি’ হয়েছে বলে অভযোগ ওঠে। যা নিয়ে তদন্তের দাবি জানান কাঁথি পুরসভার বর্তমান পুরপ্রধান সুবল মান্না।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #suvendu adhikari, #kanthi municipality, #Soumendu Adhikary

আরো দেখুন