← দেশ বিভাগে ফিরে যান
মোদী সরকারকে বিভিন্ন সময় কটাক্ষ করা অ্যামনেস্টিকে ৬০ কোটি টাকা জরিমানা
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবার স্বেচ্ছাসেবী সংস্থা অ্যামনেস্টিকে প্রায় ৫২ কোটি টাকা জরিমানা করল। এছাড়াও অ্যামনেস্টি ইন্ডিয়ার প্রধান আকার প্যাটেলকেও ১০ কোটি টাকা জরিমানা দিতে হবে বলে জানা গেছে। অ্যামনেস্টির বিরুদ্ধে অভিযোগ উঠেছে ফরেন এক্সচেঞ্জ আইন লঙ্ঘন করার। ইডির তরফ থেকে শুক্রবারই নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে। সে সঙ্গে শুরু হয়েছে নানা জল্পনা। মোদী সরকারের বিভিন্ন কার্যকলাপের জন্য একাধিকবার সরব হয়েছে অ্যামনেস্টি। মনে করা হচ্ছে, প্রতিবাদকে দমাতেই অ্যামনেস্টির ওপর ইডির এই জরিমানা।
জানানো হয়েছে এই সংস্থা ১৯৯৯ সালের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘন করেছে। তাই অ্যামনেস্টিকে মোট ৬০ কোটি টাকা জরিমানা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, কিছুদিন আগেই অ্যামনেস্টির প্রধান আকার প্যাটেলের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল সিবিআই।