দেশ বিভাগে ফিরে যান

৫ থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য কোভিড টিকার অনুমোদন কেন্দ্রের

July 9, 2022 | < 1 min read

প্রতিকী ছবি। সৌজন্যেঃ রয়টার্স

৫ থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য কোভিড টিকার অনুমোদন দিল কেন্দ্রীয় সরকারের ভারপ্রাপ্ত প্যানেল। বেশ কিছুদিন ধরে পরীক্ষা নিরীক্ষা চলছিল, ছোটদের জন্য ভ্যাকসিন কতটা নিরাপদ সে নিয়ে। এবার ৫ থেকে ১২ বছরের বাচ্চাদের বায়োলজিক্যাল ই-র কর্বেভ্যাক্স ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন দেওয়া যেতে পারে , ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকারের দুই সংস্থা। ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অব ইমিউনাইজেশন (NTAGI) ও স্ট্যান্ডিং টেকনিক্যাল সাব-কমিটি (STSC)।

কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল জরুরি ভিত্তিতে ছোটদের জন্য কোভ্যাক্সিনে আগেই ছাড়পত্র দিয়েছিল। অন্যদিকে, অনুমোদন চাওয়া হয়েছিল বায়োলজিক্যাল ই-র কর্বেভ্যাক্স ভ্যাকসিনের জন্য। গত ১৬ জুন ভ্যাকসিনের গুণাগুন পর্যালোচনার জন্য বৈঠকে ছোটদের ওপর ক্লিনিকাল ট্রায়ালের সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকারের স্ট্যান্ডিং টেকনিক্যাল সাব-কমিটি। সেফটি ট্রায়ালের রিপোর্ট দেখার সন্তুষ্ট হয়ে ৫ থেকে ১২ বছরের বাচ্চাদের ভ্য়াকসিন ব্যবহারে ছাড়পত্র দেন প্যানেলের বিশেষজ্ঞরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #covid 19, #vaccine, #covid vaccine

আরো দেখুন