দুর্নীতি রোধে এবার থেকে রক্তের ডোনার কার্ডে বসছে হলগ্রাম, বারকোড

বছরে সরকার প্রায় কয়েক লক্ষ ডোনার কার্ড ছাপায়।

July 9, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রতিকী ছবি। সৌজন্যেঃ vecteezy

জীবনদায়ী রক্ত নিয়ে দুর্নীতি রোধে এবার থেকে রক্তের ডোনার কার্ডে বসছে হলগ্রাম। বসবে বারকোডও। মানিকতলার সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের দুর্নীতি সামনে আসার পর এই সিদ্ধান্ত নিল স্বাস্থ্যভবন।

বছরে সরকার প্রায় কয়েক লক্ষ ডোনার কার্ড ছাপায়। রক্তদাতাদের কাছে এই কার্ড অত্যন্ত সম্মানের। পাশাপাশি এই কার্ডের উপরই নির্ভর করে বিনামূল্যে রক্ত পাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বর্তমানে এই গুরুত্বপূর্ণ ব্লাড ডোনার কার্ডে কোনও হলগ্রাম বা বারকোড ব্যবহার করা হয় না। ফলে তা সহজেই জাল করা যেত। এবং তা ব্যবহার করে রক্ত নিয়ে অসাধু কারবার চালাত একাধিক চক্র। অতি সম্প্রতি রাজ্যের এক নম্বর ব্লাড ব্যাঙ্কের ঘটনা প্রকাশ্যে আসার পর মুখে কুলুপ এঁটেছেন স্বাস্থ্যভবনের রক্ত নিরাপত্তা শাখার আধিকারিকরা।

শুক্রবার রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, যে কারণে ঘটনাটি ঘটল, তাঁর কারণ খুঁজে সেটিকে নির্মূল করা হবে। সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত বিষয়ের প্রযুক্তিগত উন্নতি ঘটে। আমরাও ডোনার কার্ডে বারকোড ও হলগ্রাম আনছি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen