রাজ্য বিভাগে ফিরে যান

রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার, টানা ৪-৫ দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

July 10, 2022 | < 1 min read

রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবাসরীয় সকাল থেকেই মেঘলা থাকবে কলকাতার আকাশ। সেই সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওড়িশা উপকূলে সৃষ্ট নিম্নচাপের কারণেই আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টি হওয়ার সম্ভবনা থাকছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দুই মেদিনীপুর, দুই ২৪পরগণা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।

দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহার উত্তরের এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা থাকছে।

আবহাওয়া দপ্তরের মতে, কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ থেকে ২৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩.৩ ডিগ্রি এবং ২৭.৫ ডিগ্রি থাকতে পারে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে ৯২ শতাংশ এবং ৬২ শতাংশ। বিগত ২৪ ঘণ্টায় ০.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rain, #Weather Update, #Kolkata

আরো দেখুন