দেশ বিভাগে ফিরে যান

বর্তমান ও প্রাক্তন মিলিয়ে হাফ-ডজন কংগ্রেস সাংসদ তৃণমূলের পথে? জোর জল্পনা

July 10, 2022 | 2 min read

একুশের রাজ্য বিধানসভা নির্বাচনের পর থেকেই দেশজুড়ে ক্রমশ বিজেপি বিরোধী আন্দোলনের প্রধান মুখ উঠে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে কংগ্রেসের রক্তক্ষরণ অব্যাহত। এর মধ্যেই জল্পনা শুরু হয়েছে যে ফের একবার বড়সড় ধাক্কা খেতে চলেছে হাত শিবির। জল্পনা হচ্ছে, বর্তমানে কংগ্রেসের তিন লোকসভা সাংসদ এবং কয়েকজন প্রাক্তন রাজ্যসভা সাংসদ তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে সামিল হতে চান, এমনি চলছে জল্পনা।

সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই এমন জল্পনা শুরু হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও জানা গিয়েছে, তৃণমূলের তরফে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু বর্তমান ও প্রাক্তন সাংসদেরা জোড়াফুল শিবিরের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন বলে খবর।

জল্পনা অনুযায়ী, তিন লোকসভা সাংসদ এবং তিনজন প্রাক্তন রাজ্যসভা সাংসদ নাকি তৃণমূলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। প্রত্যেকেই কংগ্রেসের বলে খবর চাউর হয়েছে। তৃণমূলে যোগ দেওয়ার জন্যে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাদের সক্রিয় আলোচনা হয়েছে বলেও খবর মিলেছে।

অন্যদিকে, কয়েকটি সূত্র জানাচ্ছে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলার বিরোধী দল অর্থাৎ বিজেপির বেশ কিছু বিধায়ক যশোবন্ত সিনহার পক্ষে ভোট দিতে পারেন। ক্রস ভোট নিয়ে বেশ আত্মবিশ্বাসী শাসক তৃণমূল শিবির। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় ২২০ জনেরও বেশি বিধায়কের সমর্থন পাবেন বিরোধীদের প্রার্থী যশোবন্ত সিনহা, এমনটাই মনে করা হচ্ছে। বাংলার বেশ কিছু বিরোধী সাংসদেরাও যশোবন্ত সিনহাকে ক্রস ভোট দিতে পারেন বলে মনে করছে জোড়াফুল শিবির। তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কলকাতায় ভোট দেবেন।

তৃণমূল ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বাইরেও নানান রাজ্যে পা রেখেছে। গোয়া, ত্রিপুরা, হরিয়ানা সেই সঙ্গে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা তৃণমূলে এসেছেন। ক্রিকেটার তথা রাজনীতিবিদ কীর্তি আজাদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে দলের মুখপাত্র হিসেবে নিযুক্ত করেছে তৃণমূল। সূত্রের খবর রাষ্ট্রপতি নির্বাচনের মতোই উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও দেশের বিরোধী দলগুলো একজোট হয়ে প্রার্থী দেওয়ার বিষয়ে উদ্যোগ নিচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Congress, #tmc

আরো দেখুন